বিনোদন

করোনা মোকাবিলায় ব্যয় হচ্ছে 'নবাব এলএলবি' সিনেমার বাজেট

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান, নায়িকা মাহিয়া মাহি ও স্পর্শিয়াকে নিয়ে আসছে ঈদুল ফিতরের জন্য ‘নবাব এলএলবি’ নামে একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন। সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে ২৮ মার্চ শাকিবের জন্মদিনে সিনেমাটির শুটিং হওয়ার কথা ছিলো।

Advertisement

কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সিনেমাটির শুটিং পিছিয়ে গেছে। ভাইরাসের কারণে পুরো দেশের মানুষ এখন ঘরবন্দি। দিনমজুররা পড়েছেন বিপাকে। ফুরিয়ে গেছে অনেকের ঘরের খাবার। এমন দুর্দিনে নির্মাতা অনন্য মামুন জানালেন, ‘নবাব এল এল বি’ সিনেমার পুরো বাজেট করোনা মোকাবিলায় ব্যয় করে দিচ্ছে সেলিব্রেটি প্রোডাকশন।

আজ সোমবার বিকেলে অনন্য মামুন জাগো নিউজকে বলেন, ‘সবার আগে মানবতা। আর সে জন্যই নবাব এল.এল.বি সিনেমার সম্পূর্ণ বাজেটের টাকা আমরা মানুষের সহযোগিতায় ব্যয় করছি। হাসপাতালে আমরা ডাক্তারদের ২৫ হাজার পিস পিপিই দিয়েছি। শাকিব খানের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। পরিস্থিতি ঠিক হলে তখন আমরা সিনেমার শুটিং করবো।’

অনন্য মামুন আরও বলেন, ‘কুয়েত মৈত্রি, আলবারাকা, কুর্মিটোলা হাসপাতাল, বরিশাল পুলিশসহ আরও বেশ কিছু হাসপাতালের চিকিৎসকদের মধ্যে আমরা পিপিইগুলো বিতরণ করেছি। প্রায় একহাজারের মতো খাবারের প্যাকেট করা হয়ে গেছে। এরমধ্যে আজ প্রায় ২০০ প্যাকেটের মতো বিতরণ করেছি। আমরা ধারাবাহিকভাবে সিনেমার পুরো টাকা করোনা প্রতিরোধে ধারাবাহিকভাবে ব্যয় করবো।’

Advertisement

পরিস্থিতি ঠিক হলে নতুন বাজেট নিয়ে শুরু হবে 'নবাব এলএলবি' সিনেমার শুটিং, এমনটাই জানালেন পরিচালক অনন্য মামুন।

এমএবি/এমএস