রাজনীতি

মানবসেবার চেয়ে বড় রাজনীতি কিছু নেই : বাবলা

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, এখন রাজনীতির সময় নয়, মানবসেবার সময়। মানবসেবার চেয়ে বড় রাজনীতি পৃথিবীতে আর কিছু নেই। তাই জাতির এ দুর্যোগে দলমত নির্বিশেষে সকলে একযোগে অসহায় মানুষের সেবায় কাজ করতে হবে।

Advertisement

সোমবার (৩০ মার্চ) রাজধানীর শ্যামপুরে মুন্সীবাড়ি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে। আপনারা ঘরে থাকুন, কাউকে খাবারের জন্য কষ্ট করতে হবে না। আমাদের পার্টির স্বেচ্ছাসেবকরা ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেবে। দয়া করে আপনারা সড়কে ভিড় করবেন না।

এ সময় তিনি জাপা কার্যালয়ে সামনে জড়ো হওয়া নারীদেরকে তিন ফুট দূরত্বে দাঁড় করিয়ে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।

Advertisement

এ সময় বাবলার সঙ্গে উপস্থিত ছিলেন ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মাসুদ, শ্যামপুর থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইব্রাহীম মোল্লা, সাংবাদিক সুজন দে, জাপা নেতা আসাদ মিয়া প্রমুখ।

এইউএ/এএইচ/এমকেএইচ