করোনাভাইরাসে মৃতদের দাফনকার্য নিয়ে বিশ্বব্যাপী এক ধরনের জটিলতার সৃষ্টি হয়েছিল। বাংলাদেশে ধর্ম অনুসারে দাফনকার্য সম্পন্ন করা হলেও গোসল, কাফন ও জানাজা নিয়ে চারদিক থেকে গুঞ্জন ওঠে।
Advertisement
এবার করোনায় মৃতদের দাফনকার্য সম্পন্ন করতে উদ্যোগ নিয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদ। তারা গোসল, কাফন, জানাজা, দাফনে প্রয়োজনীয় সব সহযোগিতার পদক্ষেপ নিয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে সংগঠনের মহাসচিব শাহজাদ ইবনে দিদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সংগঠনের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনারের নেতৃত্বে একটি টিম ২৯ ও ৩০ মার্চ এ বিষয়ে প্রয়োজনীয় অনুমতি এবং পরামর্শের জন্য সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করেছে। এ সময় গাউসিয়া কমিটির দায়িত্বশীলরা চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ ফজলে রাব্বির কাছ থেকে করোনায় মৃতের দাফন-কাফন বিষয়ক সতর্কতামূলকদিক নির্দেশিকার কপি গ্রহণ করেন। এছাড়া প্রাসঙ্গিক প্রশিক্ষণসহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস পেয়েছেন।
Advertisement
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে। মৃত্যু হয়েছে পাঁচজনের।
এফআর/এমএস