জাতীয়

সংসদ সদস্যদের জনগণের পাশে থাকার আহ্বান

করোনায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে প্রত্যেক সংসদ সদস্যকে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

Advertisement

সোমবার (৩০ মার্চ) এক বার্তায় চিফ হুইপ বলেন, উন্নত দেশগুলোতে যেভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে- সেক্ষেত্রে গরিব দেশ বাংলাদেশ। সঙ্গত কারণে করোনাভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়লে ভয়াবহ রূপ নিতে পারে। তাই করোনাভাইরাস ছড়ানোর পূর্বেই সচেতনতা বাড়ানো প্রয়োজন।

নূর-ই-আলম চৌধুরী বলেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস প্রতিরোধে জাতির উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রীর সময়োপযোগী বক্তব্যে জনগণ সচেতন হয়েছেন। এক্ষেত্রে প্রত্যেক সংসদ সদস্য জনগণের পাশে থেকে করোনা সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, চীনের পর ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে মরণব্যাধি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩৪ হাজার মানুষ মারা গেছেন। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা সাত লাখ ছাড়িয়েছে, যদিও এক লাখ ৫১ হাজার ৮২৪ জন সুস্থ হয়েছেন।

Advertisement

এইচএস/এএইচ/জেআইএম