চুয়াডাঙ্গায় দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে চলতি মাসের ৫ তারিখ থেকে এ পর্যন্ত বিদেশ থেকে ফিরেছেন ৮২৬ জন। এর মধ্যে ৩৭৪ জনকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (৩০ মার্চ) জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
Advertisement
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জেলায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৪৫২ জনকে। হোম কোয়ারেন্টাইনে থেকে ছাড়া পেয়েছেন ১৭৮ জন। বাকিদের হোম কোয়ারেন্টাইনের আওতায় আনার জন্য প্রশাসন তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন।
তিনি বলেন, বিদেশফেরত অনেককেই পাসপোর্টে দেয়া ঠিকানায় পাওয়া যাচ্ছে না বলে সমস্যা হচ্ছে। চুয়াডাঙ্গায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে নতুন করে ১৫ জনসহ ২৭৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত একজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।
সালাউদ্দীন কাজল/আরএআর/এমকেএইচ
Advertisement