করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন মার্কিন লোকগানের শিল্পী জো ডিফি। গ্রামি অ্যাওয়ার্ডজয়ী এই শিল্পী ৯০ এর দশকেই সাড়া জাগিয়েছিলেন গান গেয়ে। মাত্র ৬১ বছর বয়সে করোনা থামিয়ে দিলো তার পথচলা।
Advertisement
জো ডিফির ফেসবুক পেজে রোববার তার মৃত্যুর সংবাদ প্রকাশ করা হয়। জানানো হয়, মৃত্যুর দুদিন আগে এই শিল্পী জানতে পারেন তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি।
জো ডিফি যখন জানতে পারলেন তিনি করোনায় আক্রান্ত হয়েছেন তখন তার অসুস্থতার খবর গোপন রাখতে বলেছিলেন। তবে ভক্তদের মৃত্যুর আগেই এই মহামারিতে সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দিয়ে গেছেন।
যুক্তরাষ্ট্রের ওকলাহোমার এই শিল্পী অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। এর মধ্যে ‘পিকআপ ম্যান’, ‘প্রপ মি আপ বিসাইড দ্য জিউকবক্স (ইফ আই ডাই)’ এবং ‘জন ডির গ্রিন’ সবার প্রিয়। ১৯৯০ সালে তার প্রথম অ্যালবাম ‘অ্যা থাউস্যান্ড উইন্ডিং রোডস’ প্রকাশ হয়। তার শ্রোতাপ্রিয় ‘হোম’ গানটি এই অ্যালবামের।
Advertisement
বিশ্বজুড়ে করোনাভাইরাসের আক্রমণ বাড়ছে। যুক্তরাষ্ট্রে গত কয়েকদিনে করোনা আক্রান্তের সংখ্যা সব দেশকে ছাড়িয়ে গেছে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৪। এখন পর্যন্ত মারা গেছে ২ হাজার ৪৮৪ জন।
এমএবি/এমকেএইচ