অর্থনীতি

ছুটিতেও খোলা থাকছে কাস্টমস হাউস

সাধারণ ছুটি চলাকালীন নিত্যপণ্য ও জরুরি চিকিৎসা সামগ্রীসহ আমদা‌নি-রফতা‌নি স্বাভা‌বিক রাখ‌তে সীমিত আকারে কাস্টমস হাউসগুলো খোলা রাখার নির্দেশ দি‌য়ে‌ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (৩০ মার্চ) এনবিআরের এক অফিস আদেশে সব কাস্টমস হাউসকে এ নির্দেশনা দেয়া হয়।

Advertisement

এতে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সরকার কর্তৃক ঘোষিত সাধারণ ছুটিকালীন আমদানিকৃত নিত্য প্রয়োজনীয় পণ্য, জরুরি চিকিৎসা ও অন্যান্য সেবাসামগ্রীর শুল্কায়নসহ খালস, রফতানি ও ইপিজেডের কার্যক্রম সচল রাখতে সব কাস্টমস হাউস ও কাস্টমস স্টেশনগুলো সীমিত আকারে দাফতরিক কার্যক্রম পরিচালনা করবে।

এনবিআরের অফিস আদেশে আরও জানানো হয়, এখানে নিত্য প্রয়োজনীয় পণ্য, জরুরি চিকিৎসা ও অন্যান্য সেবাসামগ্রীর সঙ্গে শিল্পের কাঁচামাল এবং সরকারি/বেসরকারি/স্বায়ত্বশাসিত সংস্থার আমদানিও অন্তর্ভুক্ত হবে।

জানা গে‌ছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকা‌তে সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। তবে এর মধ্য ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি। ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি, ২৭ ও ২৮ মার্চের সাপ্তাহিক ছুটি এবং ৩ ও ৪ এপ্রিলের সাপ্তাহিক ছুটি এই সাধারণ ছুটির সঙ্গে যোগ হবে।

Advertisement

এসআই/এমএফ/জেআইএম