করোনাভাইরাস পরিস্থিতিতে নিম্নআয়ের মানুষদের সাহায্যের জন্য সরকারের পাশাপাশি বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
Advertisement
সোমবার (৩০ মার্চ) ঢাকার মিরপুরের ইব্রাহীমপুর ও দক্ষিণ কাফরুলে গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণকালে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
করোনাসংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষার সব নিয়মকানুন সঠিকভাবে পালনের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা রোগের চিকিৎসা সুবিধা সম্প্রসারিত করা হচ্ছে। পাশাপাশি সারাদেশের দিনমজুর ও নিম্নআয়ের মানুষদের জন্য মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সরকারের সঙ্গে বিত্তবানদের আরও এগিয়ে আসতে হবে।
শিল্প প্রতিমন্ত্রীর পক্ষ থেকে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এসব উপকরণ নিম্নআয়ের মানুষের কাছে পৌঁছে দেন। কাফরুল থানা আওয়ামী লীগের সহসভাপতি মো. আলাউদ্দিন এতে উপস্থিত ছিলেন।
Advertisement
করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের মানুষদের সাহায্যার্থে শিল্প প্রতিমন্ত্রীর ব্যক্তিগত পক্ষ হতে আজ প্রায় ৭০০ পরিবারকে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১টি সাবান ও ১টি হ্যান্ড স্যনিটাইজার দেয়া হয়।
এমইউএইচ/জেডএ/এমকেএইচ