তথ্যপ্রযুক্তি

অ্যাকাউন্ট ছাড়াই লাইভ ভিডিও দেখা যাবে ফেসবুকে

বন্ধের কারণে এখন লাইভ ভিডিওর সংখ্যা বেড়েছে। সে কারণে এবার অ্যাকাউন্ট ছাড়াই লাইভ ভিডিও দেখার সুযোগ দিচ্ছে ফেসবুক।

Advertisement

এক প্রতিবেদন অনুযায়ী, এতদিন এই সুবিধা কেবল ডেস্কটপে ছিল। এখন মোবাইল ইউজাররা এই বিশেষ সুবিধা পাবেন। আপাতত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা অ্যাকাউন্ট ছাড়াই লাইভ ভিডিও দেখতে পারবে।

আইওএস গ্রাহকদের আরও কয়েকদিন এই সুবিধা পেতে অপেক্ষা করতে হবে।

এছাড়াও ফেসবুক Public Switch Telephone Network ফিচারও যুক্ত করেছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা একটি টোলফ্রি নম্বর ডায়েল করে লাইভ স্ট্রিম শুনতে পাবে। ফেসবুক লাইভ এখন অডিও অনলি মোডেও কাজ করবে।

Advertisement

রিপোর্ট অনুযায়ী, আগের তুলনায় ৭০ শতাংশ বেশি লোক এখন গ্রুপ ভিডিও কল ব্যবহার করছে। এছাড়া করোনাভাইরাসের কারণে ফেসবুক এবং ইনস্টাগ্রাম লাইভও আগের চেয়ে অনেক বেড়েছে।

এর আগে ফেসবুক জানিয়েছিল, ভিডিও কোয়ালিটি কমানোর কারণে বিশ্বের ইন্টারনেট পরিসেবার ওপর চাপ কমবে। প্রাথমিক ভাবে ভারত, ইউরোপ এবং লাতিন আমেরিকার স্ট্রিমিং বিট রেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম।

ফলে ফেসবুকের নিউজ ফিডে এখন যত ভিডিওই আসবে, তার কোয়ালিটি কম হবে। যাতে বেশি নেট খরচ না হয় এবং ট্রাফিকের চাপ সামাল দেওয়া যায়।

এএ

Advertisement