জাতীয়

পটুয়াখালীর ৫ জনকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় আটক পটুয়াখালীর ৫ জনকে সেফহোমে নিয়ে জিজ্ঞাসা করার অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী ১৫ অক্টোবর থেকে যে কোনো দিন এই আসামিদের জিজ্ঞাসাবাদ করতে পারবেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা। একইসঙ্গে আগামী ১ ডিসেম্বর তাদের বিষয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মামলার আসামিরা হলেন, মো. এছহাক সিকদার, আব্দুল গনি, মো. আউয়াল, মো. আব্দুস সাত্তার প্যাদা এবং সোলায়মান মৃধা।  সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আদালতের শুনানিতে ছিলেন প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। তাকে সাহায্য করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও রেজিয়া সুলতানা চমন।এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী তুরিন আফরোজ এই ৫ আসামিকে শ্যোন এ্যারেস্ট দেখানোর আবেদন করেছিলেন। তুরিন আফরোজ বিষয়টি নিয়ে শুনানি করলে আদালত তা গ্রহণ করেন এবং তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা ও ১৭ জনকে ধর্ষণের অভিযোগ রয়েছে। এর মধ্যে এখনো ৮ জন বীরাঙ্গনা জীবিত রয়েছেন। এফএইচ/এমএএস/পিআর

Advertisement