পাকিস্তান সফরে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে সিরিজের সবগুলো ম্যাচ হেরে দেশে ফিরেছে সালমা-জাহানারারা। আর তাতে পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও টিভি ‘ফান’-এর নামে রীতিমত অপমানই করলো সালমা খাতুনের দলকে। অনুষ্ঠানে বাংলাদেশ ও পাকিস্তানের জার্সি পরিয়ে দুই নারীকে উপস্থিত করা হয়। উপস্থাপক বাংলাদেশের জার্সি পরিহিতকে সালমা খাতুন (বাংলাদেশের অধিনায়ক) হিসেবে মঞ্চে ডাকেন। সেখানে দেখা যায়, ওই সালমা খাতুন কাঁদতে কাঁদতে মঞ্চে আসেন। উপস্থাপক তখন তাকে জিজ্ঞেস করেন, খেলায় তো হার-জিত থাকেই। এতে কান্নার কি আছে? ওই নারী শিল্পী উত্তর দেন, শুধু হেরে যাওয়ার জন্য কাঁদছি না। তোমরা আমাদের ডেকে এনে কেন হারালে সেজন্য কাঁদছি। উপস্থাপক এবার উপহাস করে বলেন, আমরা ভিআইপি নিরাপত্তা দিয়ে তোমাদের নিয়ে এসেছি। অথচ তোমাকে দেখলে মনে হয় তোমার সোশ্যাল সিকিউরিটিও নেই।উপস্থাপক বাংলাদেশের জার্সি পরিহিত শিল্পীর সানগ্লাস দেখিয়ে বলেন, তোমার সানগ্লাস দেখলে মনে হয় তুমি বাংলাদেশ থেকে হাওয়াই জাহাজে (বিমান) করে আসোনি। বাইক চালিয়ে এসেছ। এর পর আবার জিজ্ঞেস করেন, তুমি এত ভাল উর্দু বল কিভাবে?’ উত্তরে সালমা খাতুনের অভিনয়কারী শিল্পী বলেন, ফেসবুকে আমার অনেক পাকিস্তানী বন্ধু আছে তো,তাই।এ সময় পাশের পাকিস্তানী অধিনায়কের ভূমিকায় অভিনয়কারী শিল্পী দর্শকদের দিকে তাকিয়ে বলেন, ‘উনি ফেসবুকে তার ছবি দেননি। এই ঠাট্টার অর্থ ফেসবুকে ছবি থাকলে পাকিস্তানী ছেলেদের সঙ্গে তার বন্ধুত্ব হতো না। এভাবেই নানান রকম অপমানজনক কথায় পূর্ণ ছিল অনুষ্ঠানের এই অংশটি।এমআর/পিআর
Advertisement