যশোরের চৌগাছায় করোনা আক্রান্ত সন্দেহে এক নারীকে আইসোলেশনে রাখা হয়েছে। রোববার দুপুরে ওই নারীকে চৌগাছা হাসপাতালে নেয়া হয়। সেখানে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। ওই নারীর নমুনা সংগ্রহের পর উপজেলার পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে। এর মধ্যে পৌরসভা এলাকার চারটি ও হাকিমপুর ইউনিয়নের একটি বাড়ি রয়েছে।
Advertisement
চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, রোববার দুপুরে করোনা আক্রান্ত সন্দেহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নারীর শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরপর ওই নারীর বাসা ও বান্ধবীসহ সংশ্লিষ্টদের পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে। সতর্কতার জন্যই এ ব্যবস্থা নেয়া হয়েছে। আইইডিসিআরের পরীক্ষা রিপোর্ট পাওয়ার পর লকডাউন করা বাড়িগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার জানিয়েছেন, ওই নারীর শরীরে করোনাভাইরাসের লক্ষণ পাওয়ায় নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে। তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসোলশনে রাখা হয়েছে।
মিলন রহমান/এএম/এমআরএম
Advertisement