দেশজুড়ে

অসহায়দের পাশে এসিল্যান্ড-ইউএনও

ঢাকার সাভারে করোনা পরিস্থিতিতে রাতের আঁধারে ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন এসিল্যান্ড ও ইউএনও। রোববার রাতে সাভার উপজেলায় ভাকুর্তা ইউনিয়নের ফিরিঙ্গি কান্দা এলাকায় বাড়ি বাড়ি এসব ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।

Advertisement

উপজেলা প্রশাসনের সহায়তায় এসব ত্রাণ বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ একরামুল হক।সাভারের সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুর রহমান পলক বলেন, সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে। এতে হতদরিদ্ররা সমস্যায় পড়েছেন। আমরা চেষ্টা করছি, সাধারণ মানুষের পাশে থাকার। আমাদের চেষ্টা থাকবে কোনো মানুষ যাতে কষ্ট না পায়।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমান বলেন, আমরা করোনা পরিস্থিতিতে ঘরে ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছি। মানুষ নিরাপদে ঘরে থাকুক, ত্রাণ সামগ্রী ঘরে পৌঁছে দেয়া হবে। তারা যাতে ভালো থাকে। মহামারি মোকাবিলায় আমাদের পাশাপাশি যারা বিত্তবান আছেন; সবারই সহযোগিতা করা উচিত অসহায়দের।

আল-মামুন/এএম/এমআরএম

Advertisement