প্রশাসনের বাড়াবাড়ি বন্ধ করে জনগণের সঙ্গে সুন্দর ও মানবিক আচরণ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমে এক বিবৃতিতে বলেন, করোনাভাইরাস ক্রমেই সংক্রমিত হচ্ছে। এর কবল থেকে বাঁচার জন্য সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে সারা দেশে কাজ করছে মাঠ প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
Advertisement
স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিয়ন্ত্রিত চলাফেরার ও জনগুরুত্বপূর্ণ কাজের সুযোগ খোলা রাখা হয়েছে। প্রশাসনের দায়িত্ব পালন করতে গিয়ে কোথাও কোথাও বাড়াবাড়ির ঘটনা ঘটছে। দেশের নাগরিকদের মারধর ও কান ধরে ওঠবস করার মতো ঘটনাও ঘটছে।
তিনি বলেন, জনজীবন সচল রাখার জন্য চিকিৎসা, ওষুধ, নিত্যপণ্য, খাদ্যদ্রব্য, বিদ্যুৎ, ব্যাংকিং ও মোবাইল ফোনসহ আবশ্যক সকল জরুরি সেবার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে। হোটেল-বেকারীগুলো খোলা রাখার ঘোষণা দেয়া হয়েছে। এসব কাজ বাস্তবায়নে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।
জামায়াত মুখপাত্র বলেন, সরকারের এসব স্পষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও প্রশাসনের কতিপয় ব্যক্তি নাগরিকদের রাস্তায় ফেলে মারধর করছে এবং কান ধরে ওঠবস করাচ্ছে। এই কাজগুলো অবশ্যই গর্হিত, অমানবিক, অনৈতিক ও বেআইনি। প্রজাতন্ত্রের কোনো কর্মচারী নাগরিকদের সঙ্গে এ ধরনের গর্হিত ও অন্যায় আচরণ করতে পারেন না। সেবার মনোভাব নিয়ে তাদেরকে দায়িত্ব পালন করতে হবে।
Advertisement
তিনি বলেন, আমরা প্রশাসনের কতিপয় ব্যক্তির সকল অনৈতিক ও অন্যায় আচরণ বন্ধ করে দেশের নাগরিকদের সাথে মানবিক এবং সুন্দর আচরণ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।
কেএইচ/এমআরএম