আন্তর্জাতিক

করোনায় ইতালিতে ৫০ চিকিৎসকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে ইতালিতে অন্তত ৫০ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন। দেশটির সার্জন এবং ডেন্টিস্টদের জাতীয় ফেডারেশনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়া দেশটির ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেশটিতে চিকিৎসকদের মৃত্যুর বিষয়টি নথিবদ্ধ করা হচ্ছে।

Advertisement

তবে করোনায় ইতালিতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে লম্বার্ডি প্রদেশের মানুষ। আর সবচেয়ে বেশি চিকিৎসক এখানেই আক্রান্ত হয়েছে।এদিকে গত ২৪ ঘণ্টায় ইতালিতে ৮৮৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ২৩ জনে।

দেশটিতে মহামারি এ ভাইরাসে এখন পর্যন্ত ৯২ হাজার ৪৭২ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে মাত্র ১২ হাজার ৩৮৪ জন সুস্থ হয়েছেন। বাকি ৭০ হাজার ৬৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৬ লাখ ৮৬ হাজারর ৩২ জন আক্রান্ত হয়েছে। আর প্রাণ গেছে ৩২ হাজার ২৩৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১ লাখ ৪৬ হাজার ৪০০ মানুষ এ ভাইরাস থেকে মুক্ত হয়েছেন।

Advertisement

এফআর/এমএস