করোনাভাইরাসের সঙ্কটকালে বগুড়া জেলার হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
Advertisement
তিনদিন ধরে বগুড়ার নন্দীগ্রাম, কাহালু, শেরপুর এলাকার প্রায় ৫০০ পরিবারের মাঝে চাল, ডাল, আটাসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন তিনি।
হিরো আলম বলেন, করোনাভাইরাসের সঙ্কটকালে আমার সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করছি। বিত্তবান অভিনয়শিল্পীদেরও নিজ নিজ এলাকার হতদরিদ্রদের পাশে থাকা উচিত বলে জানান তিনি।
তিনি বলেন, গত নির্বাচনের সময় অনেকে বলেছিলেন, নির্বাচন চলে গেলে আর আমাকে পাওয়া যাবে না। দেশের এই দুর্দিনে আমি বাসায় বসে থাকতে পারিনি। মানুষের পাশে থাকার জন্য এমপি হতে হয় না। যে কেউ যে কোনো সময় দাঁড়াতে পারে। আমি তাই করেছি।
Advertisement
গত নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন হিরো আলম।
এএম/এমকেএইচ