কুড়িগ্রামে বিদেশফেরত ৫৬৯ জনের তথ্য পাওয়া গেলেও হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা সম্ভব হয়েছে ৩২০ জনকে। বাকি ২৪৯ জন বিদেশফেরত কুড়িগ্রামে নাকি জেলার বাইরে সে তথ্য স্বাস্থ্য বিভাগের জানা নেই। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইউনিয়নগুলোতে চষে বেড়ালেও আত্মগোপনে থাকা বিদেশফেরত ব্যক্তিদের খুঁজে পায়নি।
Advertisement
এদিকে কুড়িগ্রামে এখন পর্যন্ত করোনা আক্রান্ত সন্দেহে কোনো ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়নি বলে জানিয়েছেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান। তিনি বলেন, স্বাস্থ্য বিভাগের ৬৫০টি পিপিই পাওয়া গেছে। এর মধ্যে ৫৯৫টি উপজেলা পর্যায়ে বিতরণ করা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের তদাররি করা হচ্ছে। এরই মধ্যে ২৩৭ জন কোয়ারেন্টাইন মেয়াদ শেষ করেছেন। বাকিরা কোয়ারেন্টাইনে রয়েছেন।
কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রেজাউল করিম বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় মানবিক সহায়তা হিসেবে ইতোমধ্যে নয় উপজেলার তিন হাজার ৪০০ পরিবারে ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু, দুই কেজি ডাল ও একটি করে সাবান বিতরণ করা হয়েছে।
নাজমুল/এএম/এমএস
Advertisement