রাজনীতি

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ৭৫ হাজার কোটি টাকার তহবিল চায় বামজোট

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশে সরকারি-বেসরকারি অফিস, গার্মেন্টসসহ সব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কাঁচা বাজার, ঔষদের দোকান ছাড়া প্রায় সবকিছুই বন্ধ।

Advertisement

এ অবস্থায় গ্রাম-শহরের রিকশাচালক, বস্তিবাসী, হকারসহ হতদরিদ্র মানুষ কর্মহীন, উপার্জনহীন হয়ে পড়েছে। তাদের খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রয়োজন, ফলে রাজধানী শহর থেকে ইউনিয়ন পর্যন্ত সর্বত্র খাবার ও নগদ অর্থ সহায়তার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

রোববার বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ ও কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক শাহ আলম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদের (মার্কসবাদী) সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী, কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পদক মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, রোববার (২৯ পর্যন্ত) পর্যন্ত দেশের আইইডিসিআর এবং চট্টগ্রামের বিআইটিআইডি ছাড়া দেশের অন্য কোথাও করোনা পরীক্ষার ব্যবস্থা চালু হয়নি। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ করোনা প্রতিরোধে পরীক্ষা, পরীক্ষা এবং পরীক্ষাই একমাত্র উপায়। ফলে ঢাকাসহ সারা দেশের প্রত্যেক জেলা-উপজেলা শহরে সরকারি হাসপাতালে করোনা পরীক্ষার জন্য জরুরি পদক্ষেপ নেয়ার জন্য দাবি জানানো হয়।

Advertisement

আরও বলা হয়, আজ জাতীয় দৈনিকে খবর বেরিয়েছে, ঢাকার বেসরকারি বিশেষায়িত হাসপাতাল স্কয়ার, ইউনাইটেড, ল্যাবএইড, পপুলারসহ কয়েকটি হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে সরকার কিট সরবরাহ ও অনুমোদন দিলে তারা করোনা পরীক্ষা করতে পারেন। বামজোটের পক্ষ থেকে ওই সব হাসপাতালে নির্দিষ্ট ফি ধার্য করে করোনা পরীক্ষার অনুমোদন দেয়ারও আহ্বান জানানো হয়।

বিবৃতিতে দেশের বিভিন্ন জায়গায় নাগরিকদের সাথে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অসদাচরণে ক্ষোভ প্রকাশ করে নাগরিকদের প্রতি অসদাচরণ নয়, তাদের বুঝিয়ে ঘরে থাকতে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।

এছাড়া বিবৃতিতে সারা দেশের শ্রমজীবী হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের আগামী ৬ মাসের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং করোনা সংক্রমণ পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করতে কমপক্ষে ৭৫ হাজার কোটি টাকা বরাদ্দের ও অবিলম্বে তহবিল গঠন করার দাবি জানান বামজোটের নেতারা।

এইউএ/এমএসএইচ/এমকেএইচ

Advertisement