ব্রাহ্মণবাড়িয়ায় পেশাগত দায়িত্ব পালনের সময় প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য সাংবাদিকদের ৬৫টি ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দেয়া হয়েছে।
Advertisement
স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর ব্যক্তিগত উদ্যোগে পিপিইগুলো দেয়া হয়।
রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন সাংবাদিকদের হাতে পিপিইগুলো তুলে দেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামছুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম ও সাবেক সভাপতি মোহাম্মদ আরজু ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামি।
Advertisement
আজিজুল সঞ্চয়/এএম/এমকেএইচ