বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) সকাল ৭টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
Advertisement
এ ঘটনায় মৃত ব্যক্তির শ্বশুরবাড়ি অর্থাৎ পটুয়াখালী সদর উপজেলার বহালগাছিয়া ডিবুয়াপুর তালুকদার বাড়িসংলগ্ন বাড়ি ও যাদুয়া গ্রামের নিজ বাড়িসহ চারটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তালুকদার বাড়িসংলগ্ন দুটি বাড়িতে লাল পতাকা টাঙিয়ে লকডাউন করে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লতিফা জান্নাতি।
এরপর দুপুর দেড়টার দিকে মৃতের গলাচিপা উপজেলার যাদুয়া গ্রামের বাড়িসহ দুটি বাড়ি লকডাউন করেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. রফিকুল ইসলাম।
Advertisement
ইউএনও শাহ মো. রফিকুল ইসলাম বলেন, মৃত ব্যক্তির বাড়িসহ পাশের আরেকটি বাড়ি লকডাউন করা হয়েছে। আইইডিসিআরের রিপোর্টে ওই ব্যক্তির করোনা পজেটিভ হলে পুরো গ্রাম লডডাউন করা হবে। বর্তমানে ওই এলাকার মানুষকে ঘরে নিরাপদে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
গলাচিপা থানা পুলিশের ওসি আক্তার মোর্শেদ জানান, মৃত ব্যক্তি বরিশালের মুলাদী গ্রামীণ ব্যাংকের শাখায় চাকরি করতেন। কয়েক মাস ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন তিনি। বুধবার বাড়ি আসেন, বৃহস্পতিবার সদর উপজেলার বহালগাছিয়ায় শ্বশুরবাড়ি যান। সেখানে অসুস্থ হয়ে পড়লে শনিবার তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের চিকিৎসকরা তাকে বরিশাল শেবাচিমে চিকিৎসা নেয়ার নির্দেশ দেন। শেবাচিমের করোনা ইউনিটে তার মৃত্যু হয়।
মহিবুল্লাহ/এএম/এমকেএইচ
Advertisement