অর্থনীতি

৪ এপ্রিল পর্যন্ত বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। বন্ধ করা হয়েছে গণপরিবহনও। সামাজিক দূরত্ব বজায় রাখতে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকেও বের হতে নিষেধ করা হচ্ছে।

Advertisement

এমন পরিস্থিতিতে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। এর আগে তারা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন।

রোববার সমিতির সাধারণ সম্পাদক মাে. আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকা মহানগর দোকান মালিক সমিতির পূর্ব গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ৩১ মার্চ পর্যন্ত ঢাকা মহানগরের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ রাখার যে সিদ্ধান্ত হয়েছিল, তার সময়সীমা বর্ধিত করে সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

Advertisement

পরবর্তীতে সরকার যদি কোনো নির্দেশনা দেয় তবে ওই নির্দেশনা কার্যকর হবে বলেও জানানো হয়।

সমিতির সভাপতি তৌফিক এহেসান এই সংকটময় পরিস্থিতিতে মহানগরের বিত্তবান ব্যবসায়ীকে স্ব স্ব এলাকায় অসহায় ব্যক্তিদের সহযােগিতা করার আহ্বান জানান এবং সবাইকে ঘরে থাকার অনুরােধ করেন।

এমইউএইচ/বিএ/এমকেএইচ

Advertisement