জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বর্তমান বিশ্বে খাদ্য নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। এক্ষেত্রে বাংলাদেশের সফলতা উল্লেখযোগ্য। বাংলাদেশ তার জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনেও বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক এগিয়ে। তাছাড়া জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশ উদাহরণ সৃষ্টি করেছে। বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশন রিপ্রেজেন্টেটিভ মাইক রবসন সোমবার স্পিকারের সংসদের কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে একথা বলেন তিনি। সাক্ষাৎকালে তারা বাংলাদেশে খাদ্য নিরাপত্তা, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা, জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন, পুষ্টি কার্যক্রম প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় মাইক রবসন বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করেন। এইচএস/একে/পিআর
Advertisement