জাতীয়

দেশের বিভিন্ন স্থানে জীবাণুনাশক ছিটাচ্ছে ব্র্যাক

দেশের বিভিন্ন জায়াগার রাস্তায় ও যানবাহনে জীবাণুনাশক ছিটাচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থ্যা ব্র্যাক। এরই অংশ হিসেবে রোববার নেত্রকোনার বারহাট্টা উপজেলার বিভিন্ন বাজারে জীবাণুনাশক ছিটানো হয়।

Advertisement

ব্র্যাকের উদ্যোগে রিকশা ও ভ্যানের চাকায় জীবণূনাশক ছিটানো হয়। এছাড়া করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন ফার্মেসি থেকে ক্রেতারা যাতে নিরাপদে ওষুধ কিনতে পারেন, সেজন্য দূরত্ব চিহ্ন এঁকে দেন প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ব্যক্তিরা।

ব্র্যাকের নেত্রকোনা-২ অঞ্চলের বারহাট্টা এলাকা অফিসের উদ্যোগে এগুলো করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলার ইউএনও, থানা ইনচার্জ, ব্র্যাক এলাকা ব‍্যবস্থাপক, উপজেলা হিসাব ব‍্যবস্থাপক, বিভিন্ন শাখা ব‍্যবস্থাপক ও অফিসের কর্মীরা।

এইচএস/এমএসএইচ/এমকেএইচ

Advertisement