বিনোদন

করোনা প্রতিরোধে কুদ্দুস বয়াতির গান

‘জাইনা চলেন, মাইনা চলেন, বুইঝা চলেন রে, সবাই মাইনা চললে করোনা থাকবে যে দূরে, সাবান পানি দিয়ে দুই হাত ধোবেন নিয়মিত, বিশ সেকেন্ড সময় নিয়ে হাত যে ধুয়ে নিব, নিয়ম মেনে চলব সবাই রাখব কথা মনে, চোখে নাকে মুখে হাত দেব না অকারণে।’

Advertisement

করোনাভাইরাস থেকে মানুষকে সচেতন করতে এমনই কথার একটি গান গেয়েছেন কুদ্দুস বয়াতি। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ থেকে সতর্ক হওয়ার জন্য গানে গানে দেশবাসীকে অনেক বার্তা দিয়েছেন এই বাউল সংগীতশিল্পী।

‘জাইনা চলেন, মাইনা চলেন’ শিরোনামে এই গান ফেসবুকে প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। ভিডিও পরিবেশনায় ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার পাশাপাশি হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলার কথা গানে গানে তুলে ধরেন এই শিল্পী।

গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ুন। ভিডিওটি নির্মাণ করেছেন মাহিন আওলাদ। ডিওপি ছিলেন সাইফুল শাহীন। গানের শেষে ভয়েস ওভার দিয়েছেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা।

Advertisement

এমএবি/এমএস