জাতীয়

মাত্র ২০ টাকায় আরএফএল'র বিশেষ মাস্ক

বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল বাজারে নিয়ে আসছে বিশেষ এক ধরনের মাস্ক (ফেস শিল্ড)। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী তৈরিকৃত এই মাস্ক খুবই স্বাস্থ্যকর বলে জানিয়েছেন আরএফএল এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

Advertisement

বিশেষ ভাবে তৈরি এই মাস্ক পুরো মুখমণ্ডল ঢেকে রাখে। প্লাস্টিকের তৈরি খুবই পাতলা এবং স্বচ্ছ একটি পাতার সঙ্গে রাবার দিয়ে মাস্কটি তৈরি করা হয়েছে।

আর এন পাল জাগো নিউজকে বলেন, ‘মাত্র ২০ টাকায় (উৎপাদন খরচ) এই মাস্কটি আগামীকাল থেকে বাজারে পাওয়া যাবে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এই মাস্ক একবার ব্যবহার করাই ভালো। তবে কেউ যদি দ্বিতীয়বার ব্যবহার করতে চান তাহলে প্রয়োজনীয় উপকরণ দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে।’

তিনি বলেন, ‘এই মাস্ক মুখের সঙ্গে চোখকে ভাইরাস থেকে রক্ষা করবে। উপরের এবং নিচে খোলা থাকায় এটি শ্বাস-প্রশ্বাস এবং বাতাস চলাচলের ক্ষেত্রে খুব আরামদায়ক।’

Advertisement

আর এন পাল বলেন, ‘দেশের এই সংকটময় মুহূর্তে মানুষের পাশে থাকার জন্যই আমরা এই উদ্যোগ নিয়েছি, যা মানুষের উপকারে আসবে বলে বিশ্বাস করি। ’

সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই মাস্ক তৈরি করা হচ্ছে বলে তিনি জানান।

এএ

Advertisement