গত এক সপ্তাহে যুত্তরাষ্ট্রে রীতিমতো করোনাভাইরাস সংক্রমণের বিস্ফোরণ ঘটেছে। ইতোমধ্যেই সেখানে আক্রান্তের সংখ্যা বিশ্বের যে কোনও দেশের চেয়ে বেশি, দ্রুত বাড়ছে মৃত্যুর ঘটনাও। মাত্র দু’দিনের ব্যবধানেই দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দ্বিগুণ হয়েছে।
Advertisement
জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, গত বৃহস্পতিবারও যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা এক হাজারের মতো ছিল। কিন্তু শনিবার এসে সেই সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজারেরও বেশি।
যুক্তরাষ্ট্রে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত নিউ ইয়র্ক অঙ্গরাজ্য। শনিবার সেখানে অন্তত ২২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যটিতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৬৭২ জন, আক্রান্ত ৫৩ হাজারেরও বেশি।
যুক্তরাষ্ট্রে করোনা মহামারিতে ভয়াবহ অবস্থা সৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছেন ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের স্কুল অব মেডিসিনের এক ডেটা অ্যানালিস্ট। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে আগামী জুন মাস পর্যন্ত করোনাভাইরাস মহামারির প্রকোপ চলতে পারে। এতে মারা যেতে পারেন অন্তত ৮১ হাজার মানুষ।
Advertisement
এই গবেষকের মতে, দেশটিতে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই সবচেয়ে বেশি মানুষ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হবেন। কয়েকটি অঙ্গরাজ্যে মহামারির দাপট চরমে উঠবে আরও পরে। জুনে প্রকোপ কমতে শুরু করলেও জুলাই পর্যন্ত প্রাণহানি অব্যাহত থাকবে। জুন মাসের শেষের দিকে দৈনিক মৃত্যুর সংখ্যা দাঁড়াবে গড়ে ১০-এর কম।
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১ লাখ ২৩ হাজার ৭৮০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২ হাজার ২২৯ জন। । দেশটিতে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন মাত্র ৩ হাজার ৩২৮ জন। এখনও চিকিৎসাধীন ১ লাখ ১৮ হাজার রোগী। এদের মধ্যে ২ হাজার ৬৬৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সূত্র: বিজনেস ইনসাইডার, ডেইলি মেইলকেএএ/