জাতীয়

টোলারবাগে খাবার নিয়ে ১ হাজার পরিবারের পাশে আতিকুল

মহামারি করোনাভাইরাসে রাজধানীর মিরপুরের লকডাউন টোলারবাগ এলাকায় এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম।

Advertisement

রোববার (২৯ মার্চ) মেয়র আতিকুল ইসলাম নিজ উদ্যোগে এক হাজার পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন। আটকে পড়া প্রত্যেক পরিবারকে পাঁচ কেজি করে চাল, এক কেজি ডাল, একটি সাবান, এক লিটার তেল, এক কেজি আলু ও তিনটি করে মাস্ক দেয়া হয়।

খাদ্য বিতরণকালে আতিকুল ইসলাম বলেন, করোনার কারণে শহরের অনেক মানুষ কর্মহীন হয়ে ঘরবন্দি হয়ে আছেন। তাদের ঘরে খাবার নেই। আমি চাই অন্যান্য বিত্তবান মানুষ যারা আছেন তারা এদের সাহায্যে এগিয়ে আসুক। এই বিপর্যয়ের সময়ে মানুষের পাশে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, আমি ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করছি। কাউন্সিলরদের নিজ নিজ ওয়ার্ডে অসহায় খেটে খাওয়া মানুষের তালিকা করতে বলেছি। প্রত্যেক কাউন্সিলর ৫০০ জনের তালিকা দেবেন আর সংরক্ষিত কাউন্সিলররা দেবেন ১০০ জনের তালিকা। এই তালিকা ধরে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

Advertisement

এসময় ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরা উপস্থিত ছিলেন।

এএস/এমএফ/এমএস