বিশ্বজুড়ে করোনাভাইরাসের আক্রমন বেড়েই চলেছে। বাড়ছে মৃত্যুর সংখ্যা। করোনা থেকে বাঁচতে একটাই মাত্র পথ সেটা হলো সচেতনতা। মানুষ আগেই থেকে নিয়ম মেনে চললে বাঁচতে পারে এই ভাইরাসের হাত থেকে। বেশকিছু দিন থেকে তারকারা সবাইকে নিজের ঘরে থাকার পরামর্শ দিয়ে আসছেন।
Advertisement
সাবান দিয়ে হাত ধোয়ার ভিডিও প্রকাশ করেছেন অনেকেই। নতুন নতুন পদ্ধতিতে করোনা নিয়ে সচেতনতা চলছেই ৷ তেমনই গত কয়েকদিন ধরে অভিনেত্রী ও সাংসদ মিমি ও সোহমের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছেন।
ভিডিওটিতে দেখা যাচ্ছে মিমির হাতে সোহমের করোনা টেস্টের রিপোর্ট। নায়ক সোহমের করোনা টেস্টের রিপোর্ট নিয়ে কথা বলছেন এবং করোনা সচেতনা না মানলে, তিনি যে সম্পর্ক একদমই রাখবেন না তা স্পষ্ট জানাচ্ছেন ৷ মূহুর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি।
একটু খেয়াল করলেই বোঝা যাবে ভিডিওটি রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘বোঝে না সে বোঝে না’র একটি ছোট্ট দৃশ্য থেকে নিয়েই এডিট করা হয়েছে ৷ আর সেই এডিটেই রয়েছে করোনা নিয়ে সচেতনতা ৷ এই এডিট ভিডিওটি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মিমি ৷
Advertisement
এমএবি/এমএস