করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে এবার কাতালুনিয়া সরকারকে ৩০ হাজার মাস্ক দিয়ে সাহায্য করলো স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা।
Advertisement
এসব মাস্ক বানানো হয়েছে চীনে এবং বার্সেলোনাকে দান করতে দিয়েছে ক্লাবটির আঞ্চলিক অংশীদার তাইপিংয়ের একটি ইনসুরেন্স কোম্পানি।
বার্সেলোনার পক্ষ থেকে বলা হয়েছে, এসব মাস্ক কাতালুনিয়ার বিভিন্ন নার্সিং হোমে বিতরণ করা হবে। এছাড়া স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে ক্লাবের পক্ষ থেকে যথাসম্ভব চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে।
আনুষ্ঠানিক এক বিজ্ঞপ্তিতে বার্সেলোনা লিখেছে, ‘স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা মেনে সাহায্যের কাজে নিজেদের নিয়োজিত রেখেছে বার্সেলোনা। যাতে করে স্বাস্থ্য সংস্থার সকল আদেশ, সুপারিশ এবং সিদ্ধান্তগুলোর ব্যাপারে সবাইকে সচেতন করা যায় এবং সেগুলো যথাযথভাবে পালন করা হয়।’
Advertisement
মহামারী করোনাভাইরাসে স্পেনে এখনও পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৫৯৮২ জন। এছাড়া প্রাণঘাতী এ ভাইরাসে শুধুমাত্র স্পেনেই আক্রান্ত হয়েছেন ৭৩ হাজারের বেশি মানুষ।
এসএএস/পিআর