করোনভাইরাস সঙ্কট মোকাবিলায় নতুন একটি তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের সাধারণ মানুষের সহায়তায় এই তহবিলের অর্থ ব্যয় হবে জানিয়ে মোদির ঘোষণার পর তাতে ব্যাপক সাড়া মিলেছে। বলিউড তারকা অক্ষয় কুমার তাৎক্ষণিকভাবে মোদির এই তহবিলে ২৫ কোটি রুপি দেয়ার ঘোষণা দিয়েছেন।
Advertisement
প্রধানমন্ত্রীর নাগরিক সহায়তা এবং জরুরি পরিস্থিতি ত্রাণ তহবিলের (সিএআরইএস) অর্থ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে জনকল্যাণে ব্যয় করবেন। এছাড়া প্রধানমন্ত্রীর জরুরি এই তহবিল দেখাশোনার দায়িত্বে রয়েছে দেশটির স্বরাষ্ট্র, প্রতিরক্ষা এবং অর্থমন্ত্রণালয়।
ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, করোনাভাইরাস বিপজ্জনক মাত্রায় ছড়িয়ে পড়ছে এবং দেশের স্বাস্থ্য ও অর্থনীতির জন্য ভয়াবহ হুমকি তৈরি করছে। জরুরি এই পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয়তা এবং ক্ষতিগ্রস্তদের সাহায্যের কথা বিবেচনা করে ‘প্রধানমন্ত্রী' নাগরিক সহায়তা নামে সরকারি তহবিল চালু করা হয়েছে। এই তহবিলে নাগরিকদের স্বেচ্ছা ও স্বতঃস্ফূর্ত অর্থ সহায়তা গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রীর এই তহবিল গঠনের ঘোষণা দেয়ার পর প্রথমেই ২৫ কোটি রুপি দেয়ার অঙ্গীকার করেছেন বলিউড তারকা অক্ষয় কুমার। তার পরপরই দেশটির ক্রিকেটার সুরেশ রায়না ৫২ লাখ রুপি সহায়তার ঘোষণা দিয়েছেন। এছাড়াও দেশটির অনেকেই মোদির এই তহবিলে অর্থ সহায়তা করছেন।
ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৯১৮ জনে পৌঁছেছে। এছাড়া করোনায় মারা গেছেন মোট ১৯ জন।
Advertisement
তবে দেশটির অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ করোনা সংক্রমণের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তারা বলেছেন, করোনা পরীক্ষার পর্যাপ্ত কিট না থাকায় এবং গণহারে পরীক্ষা করতে না পারায় অনেকেই এখন শনাক্ত হচ্ছেন না। তবে আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে ভারতে করোনা সংক্রমণের রেকর্ড দেখা দিতে পারে।
বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে। শনিবার পর্যন্ত বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ২০ হাজার ৯৩৮, মারা গেছেন ২৮ হাজার ৬৫৩ এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৩৬৩ জন। এই মুহূর্তে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্রে; দেশটিতে করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা ১ লাখ ৪ হাজার ২৫৬ এবং মৃত ১ হাজার ৭০৪ জন।
এসআইএস/এমকেএইচ
Advertisement