জাতীয়

ভিজিএফের চাল-ডালে খেটে খাওয়া মানুষের মুখে হাসি

সরকারি ছুটির (অঘোষিত লকডাউন) আজ মোটে তৃতীয় দিন। এরই মধ্যে হাসি মুছে গেছে খেটে খাওয়া পরিবারগুলোর মানুষের চেহারা থেকে। যারা দিনে এনে দিনে খান, কেমন যাবে তাদের আগামীর দিনগুলো? পরিবারের বাকি সদস্যদের মুখের দিকে তাকিয়ে সেই কথাই ভাবছেন দিনমজুর-খেটে খাওয়ারা। আপাতত সেই চিন্তা দূর হলো দুর্যোগে সরকারের মানবিক সহায়তা কর্মসূচি ভিজিএফ কার্যক্রমের চাল-ডাল পেয়ে।

Advertisement

চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেন জাগো নিউজকে বলেন, ‘চলমান পরিস্থিতির কারণে জেলার খেটে খাওয়া মানুষের একটি বড় অংশ কর্মহীন অবস্থায় আছেন। তাদের কথা চিন্তা করে দিনমজুরদের বাড়ি বাড়ি চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিচ্ছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখা থেকে চট্টগ্রাম নগর ও জেলার ১৭ হাজার পরিবারকে শুকনো খাবার পৌঁছে দেয়ার কাজ শনিবার থেকে শুরু হয়েছে।’

তিনি জানান, চট্টগ্রাম নগরে সিটি করপোরেশনের সহায়তায় এই সহায়তা মানুষের কাছে পৌঁছানো হচ্ছে। উপজেলাগুলোতে বিষয়টি তদারকি করবে উপজেলা প্রশাসন।

নগরের জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাস সুমন জাগো নিউজকে বলেন,‘জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরের প্রতিটি ওয়ার্ডে ৪৯৮ কেজি চাল ও ১০০ কেজি ডাল বরাদ্দ দেয়া হয়েছে। এসব খাদ্যশস্য ১০০ জনে দিনমজুরকে বণ্টন করতে বলা হয়েছে। সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। যারা দিনে এনে দিনে খায়, কিন্তু লকডাউনের কারণে কাজে যেতে পারছেন না, শুধু তাদেরই এই বরাদ্দ দেয়া হচ্ছে। আমরা যখন এসব খাদ্যশস্য নিয়ে তাদের বাড়িতে যাচ্ছি, তখন তাদের মুখ দেখেই বুঝতে পাচ্ছি কতটা কষ্টে আছেন তারা।’

Advertisement

চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ নগরের বিভন্ন এলাকায় ছিন্নমূল মানুষের মধ্যে চাল, ডাল, চিনি, লবণ, তেলসহ প্রয়োজনীয় শুকনো খাবার বিতরণ করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম জানান, করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়েছেন, এমন একজন ব্যক্তিকে ১০ কেজি চাল, ২ কেজি চিড়া, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ লিটার তেল এবং আধাকেজি নুডলসসহ ১৬ কেজি ৫০০ গ্রামের একটি করে প্যাকেট দেয়া হয়েছে। আপতত ৫০০ মানুষকে এই পণ্য সরবরাহ করা হয়েছে।

এদিকে শহরের পাশাপাশি গ্রামের খেটে খাওয়া দিনমজুরদের মাঝেও ভিজিএফ কার্যক্রমের চাল ডাল ও নগদ টাকা বিতরণ করা হচ্ছে। জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা জাগোনিউজকে এ বিষয়ে নিশ্চিত করেছেন।

হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জাগো নিউজকে বলেন, ‘হাটহাজারী উপজেলার জন্য জেলা থেকে ৮ টন চাল ও ৫০ হাজার নগদ টাকা পাঠানো হয়েছে। উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা আজ এসব বাড়ি বাড়ি বিতরণ করেছেন। আপাতত পরিবারপ্রতি ১০ কেজি চাল ও ৫০০ টাকা দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে আরও সহায়তা দেয়া হবে। তবে এসব সহায়তা পাবেন শুধু দিনমজুররা।’

Advertisement

জেডএ/এমকেএইচ