খেলাধুলা

ফেদেরার-নাদালের মতো বড় অংকের সাহায্য দিচ্ছেন জোকোভিচও

করোনার এই দুর্যোগময় সময়ে বিত্তবানদের এগিয়ে আসা খুব জরুরি। বিশ্বজুড়ে অনেকেই অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। বাকি নেই ক্রীড়াবিদরাও। ক্রিকেট, ফুটবল, টেনিস-সব জগতের খেলোয়াড়ই সাহায্যের হাত বাড়াচ্ছেন।

Advertisement

বড় অংকের অর্থ সাহায্য দিচ্ছেন বিশ্ব টেনিসের সেরা তিন তারকা-রজার ফেদেরার, রাফায়েল নাদাল আর নোভাক জোকোভিচও।

এর আগে সুইজারল্যান্ডের অরক্ষিত পরিবারগুলোর জন্য এক মিলিয়ন সুইস ফ্রাঙ্ক দান করার ঘোষণা দেন ফেদেরার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ৮ কোটি টাকা (৮৬,৫৬৮,৯৫৮ টাকা)। এদিকে স্পেনের ক্রীড়াবিদদের একজোট করার সিদ্ধান্ত নিয়েছেন টেনিস তারকা রাফায়েল নাদাল এবং তার বন্ধু বাস্কেটবল তারকা পাউ গ্যাসল। দুজন মিলে ঠিক করেছেন স্পেনের ১৩ লাখ ৪০ হাজার মানুষের জন্য প্রায় ১০৪ কোটি টাকার এক ত্রাণ তহবিল গঠন করবেন।

জোকোভিচও পিছিয়ে নেই। সার্বিয়ান টেনিস তারকা ও তার স্ত্রী জেলেনা জোকোভিচ মিলে ঘোষণা দিয়েছেন, করোনা যুদ্ধে ১ মিলিয়ন ইউরো দান করবেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ৯ কোটি টাকা (৯৪,৭৬৭,২৬২ টাকা)।

Advertisement

জোকোভিচের অবশ্য সামাজিক কর্মকাণ্ডে পদচারণা আগে থেকেই। তার নামে 'নোভাক ‌জোকোভিচ ফাউন্ডেশন' আছে। সেই ফাউন্ডেশন থেকেই ভেন্টিলেটর ও অন্যান্য মেডিকেল যন্ত্রাংশ কিনে দেওয়া হবে সার্বিয়ার হাসপাতালগুলোকে।

এমএমআর/এমকেএইচ