করোনা প্রতিরোধের অন্যতম বড় শর্ত, সামাজিক দূরত্ব বজায় রাখা। একজন আরেকজনের সংস্পর্শ যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। অথচ যাদের দেখে শিখবেন সাধারণ মানুষ, সেই তারকারাই যদি বাজে দৃষ্টান্ত স্থাপন করেন, তবে কি করে হয়!
Advertisement
প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার কোনো নিয়ম নীতির তোয়াক্কাই করছেন না। যখন সবাইকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, ঠিক সেই সময়টায় পাঁচ বন্ধুকে নিয়ে আনন্দ উদযাপনে মেতে উঠেছেন তিনি।
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর প্যারিস থেকে নিজের দেশ ব্রাজিলে ফিরে যান নেইমার। সেখানে তো তার আইসোলেশনে থাকার কথা। তা নয়, বরং বন্ধুবান্ধব নিয়ে ফুট ভলিবল আর সূর্যস্নানে মেতে রয়েছেন পিএসজি তারকা।
ব্রাজিলেও করোনা পরিস্থিতি খুব একটা ভালো নয়। সাড়ে তিন হাজারের মতো মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৯৩ জন। এমন অবস্থায় ব্রাজিল সরকারও সবাইকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে।
Advertisement
এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থারও (ডব্লিউএইচও) পরামর্শ হলো- নিয়মিত হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখা। দূরত্ব বলতে দুজন মানুষের মধ্যে কমপক্ষে ১ মিটার দূরত্ব রাখা।
কিন্তু নেইমার এসব নিয়ম কানুনের কিছুই মানছেন না। বন্ধুদের পাশে নিয়ে মজা করছেন, সূর্যস্নানেও বালির মধ্যে শুয়ে ছিলেন পাশাপাশি। এসব ছবি ছড়িয়ে পড়ার পর ব্রাজিলিয়ান সুপারস্টারের সামাজিক দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছে জোরেসোরেই।
এমএমআর/এমকেএইচ
Advertisement