করোনা ভাইরাসের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
Advertisement
শনিবার (২৮ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম মনির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা ও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো। করোনা ভারইরাসের বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নির্দেশনা পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এমএমইচএম/এএইচ/জেআইএম
Advertisement