লেবাননে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই বাংলাদেশি নারী গৃহকর্মী। নিয়োগকর্তার বাসায় আক্রান্ত হওয়ার পর তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Advertisement
লেবাননের তথ্য মন্ত্রণালয় গতকাল শুক্রবার (২৭ মার্চ) তাদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করেছে। বৈরুতে বাংলাদেশ দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে। তবে এই দুই বাংলাদেশি কোন হাসপাতালে কতোদিন যাবত চিকিৎসাধীন, সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানা যায়নি।
দুই নারী কর্মী করোনায় আক্রান্ত হওয়ার বিষয়ে বৈরুতে বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব ও চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্দুল্লাহ আল মামুনের সাথে যোগাযোগ করা হলে তিনি জাগো নিউজকে বলেন, দুই বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে তথ্য মন্ত্রণালয় দূতাবাসকে চিঠি দিয়েছে। আমরা এই বিষয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়ে অবহিত করেছি।
তিনি প্রবাসীদের আতংকিত না হয়ে সবাইকে লেবানন সরকারের নির্দেশনা ও করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।
Advertisement
লেবানিজ তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে, এখন পর্যন্ত লেবাননে ১৫টি দেশের নাগরিক এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল (২৭ মার্চ) পর্যন্ত লেবাননে ৩৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন সাতজন। ২০ জন ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।
প্রতিদিনই আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলছে বিধায় দেশটিতে লকডাউনের সময়সীমা ২৯ মার্চ থেকে বাড়িয়ে ১২ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার।
এইচএ/এমকেএইচ
Advertisement