অন্যান্য ডিপ্লোমা ডিগ্রিধারিদের মতো বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করা, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল রাখা, উচ্চ শিক্ষার ব্যবস্থাসহ ১৫ হাজার কমিউনিটি ক্লিনিকে নতুন পদ সৃষ্টি ও আগের মতো ইন্টার্নভাতা প্রদানসহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিডিএমএ)। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আলহাজ ডা.মো. শামসুল হুদা।লিখিত বক্তব্যে তিনি বলেন, বর্তমানে স্বাস্থ্য অধিদফতরের অধীনে পাঁচ সহস্রাধিক ও পরিবার পরিকল্পনা অধিদফতরের অধীনে আড়াই হাজার উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তৃণমূল পর্যায়ে ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। তারা জানান, অন্যান্য ডিপ্লোমা কোর্সধারী ডিপ্লোমা নার্স ও ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অনেক আগে থেকেই ২য় শ্রেণির পদমর্যাদা ও বেতন স্কেল ১১তম থেকে ১০তম গ্রেড এর সুবিধা ভোগ করে আসছে। কিন্তু সুনামের সাথে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠির স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কাজ করে গেলেও তারা ২য় শ্রেণির পদমর্যাদা ও ১০ম গ্রেড থেকে বঞ্চিত। এমনকি পদটি ব্লক পোস্ট হিসেবে রেখেও পদোন্নতি থেকে বঞ্চিত করা হচ্ছে। তাছাড়া বর্তমানে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বাতিল করা হয়েছে। ফলে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের মধ্যে হতাশা ও চাপা ক্ষোভ বিরাজ করছে।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে মহাসচিব ডা.সিরাজুল ইসলাম বাচ্চু, অতিরিক্ত মহাসচিব ডা.মো.আবুল হাসান, সাংগঠনিক সম্পাদক ডা.মো.জাকির হোসেন বাদল, সহ-সাংগঠিক সম্পাদক ডা. মো.আজহারউদ্দিন,ডা.আকতারুজ্জামান ও অর্থ সম্পাদক ডা. আবুল কাশেম উপস্থিত ছিলেন।এমইউ/এসকেডি/পিআর
Advertisement