জাতীয়

দেশের মাটিতে মৃত্যু চান ব্যাঙ্গালুরুতে আটকা পড়া ক্যান্সার রোগী

বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত মৌসুমী আকতারের বাবা ব্যাঙ্গালুরুর হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। মরণব্যাধি ক্যান্সার থেকে বাঁচার জন্য সহায়-সম্বল সব শেষ। তবুও যদি পরিবারের কর্তা বেঁচে থাকেন এই আশায় ভারত যাওয়া।

Advertisement

কিন্তু চিকিৎসকরা সেই আশায়ও আঘাত করে চিকিৎসা আর না নেয়ার পরামর্শ দিয়েছেন। হাসপাতাল থেকে দিয়েছেন মুক্তি। সাবেক সরকারি কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) এখন দেশের মাটিতে মরতে চান। বেঁচে থাকার দিনগুলোতে মেয়ে-ছেলে আর নাতি-নাতনির মুখ দেখতে চান। কিন্তু বিধি বাম। করোনাভাইরাসের কারণে ভারতে আটকা পড়েছেন তারা। বিদেশ বিভূঁইয়ে সব খুইয়ে এখন দিশেহারা।

শুধু ব্যাঙ্গালুরু নয়, এখন বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি রোগী যায় ভেলোরের সিএমসি হাসপাতালে। প্রতি বছর প্রায় ১২ লাখেরও বেশি মানুষ সেখানে গেলেও অধিকাংশই সিএমসি হাসপাতালে যান। এছাড়া চেন্নাই, মুম্বাইও যান। এসব জায়গায় এখন হাজার হাজার বাংলাদেশি রোগী ও তাদের আত্মীয়-স্বজন আটকা।

ব্যাঙ্গালুরুতে আটকা পড়া এসব রোগী ও আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাদের দেশে ফেরার সময় অনেক আগেই শেষ হয়েছে। কিন্তু আটকা পড়ে আছেন সেখানে। তাদের টাকা-পয়সাও শেষ। ভারত লকডাউন হওয়ায় দেশ থেকে টাকাও নিতে পারছেন না। এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করেও কোনো সুফল পাচ্ছেন না। এজন্য দেশে ফেরার আকুল আবেদন জানিয়েছেন তারা।

Advertisement

ব্যাঙ্গালুরুর নারায়ানা কার্ডিয়াক সেন্টারে ওপেন হার্ট সার্জারি করিয়েছেন ফেনীর ৫৭ বছর বয়সী মোস্তফা মজুমদার । ছেলে শাহরিয়ার মজুমদারকে নিয়ে সেখানে তিনি আটকা পড়েন। গত ১৮ মার্চ রিলিজ দেয়ার পর ২২ মার্চ টিকিট ছিল ব্যাঙ্গালুরু-ঢাকার। সেটা বাতিল হওয়ায় আবার ২৮ মার্চের টিকিট করেন, কিন্তু ভারতে লকডাউনের পর সেটাও বাতিল হয়েছে। সেখানে একই হোটেলে আরও অনেকে আটকা পড়েছেন।

এ বিষয়ে মোস্তফা মজুমদার জাগো নিউজকে বলেন, টাকা-পয়সাও সব শেষ। ৫০০ রুপি করে প্রতিদিন হোটেল ভাড়া। খাওয়া-দাওয়া তো আছেই। ভারত তো নিজেদের লোকদের বিভিন্ন দেশ থেকে ফেরত নিয়ে আসছে। বাংলাদেশ কখন নেবে?

সেখানে আটকে পড়া বিজয় কৃষ্ণ বিশ্বাস ও তার ফুফা । তিনি জাগো নিউজকে জানান, ভারতের ব্যাঙ্গালুরু শুধু ড. দেবী শেঠীর নারায়ানা হৃদয়ালয় হাসপাতালের আশপাশেই কমপক্ষে দুই থেকে তিনশ বাংলাদেশি ১৪ দিন ধরে এক প্রকার হোম কোয়ারেন্টাইনে। কমপক্ষে আরও ১৯ দিন পুরোপুরি গৃহবন্দি থাকতে হবে। তারপর কী হবে সেটাও জানি না।

তিনি আরও জানান, আটকা পড়া অনেকেরই টাকা-পয়সা শেষ বা শেষের পথে, কেউ কেউ টাকা থাকলেও ঠিকমতো বাজার করতে পারছে না আতঙ্কে। আগামী দিনগুলো কীভাবে থাকবে কী খাবে, কীভাবে দেশে ফিরবে এই চিন্তায় ব্যাকুল। অনেকেই শেষ সম্বল দিয়ে বিমানের টিকিট কেটেছেন, ফ্লাইট বাতিল হলেও টাকা ফেরত পাওয়া যাচ্ছে না। বলছে, ফ্লাইট চালু হলে এডজাস্ট করা হবে। টিকিটের টাকাটা ফেরত পেলেও সেটি দিয়ে এই লোকগুলো অন্তত কয়েক দিন বেঁচে থাকতে পারতো। হোটেল মালিকরা যেকোনো মুহূর্তে হোটেল বন্ধ করে দিতে পারে। হোটেল বন্ধ হয়ে গেলে আমাদেরকে এই থাকার জায়গাটুকুও হারাতে হবে। সবসময় ভয়াবহ এক আতঙ্কের মধ্যে আছি আমরা। এর মধ্যে অনেকের ভিসার মেয়াদও শেষ হয়ে যাচ্ছে।

Advertisement

প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বিজয় কৃষ্ণ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে এই বিপদগ্রস্ত মানুষদের উদ্ধার করে দেশে ফেরানোর ব্যবস্থা করুন।

সেখানকার মেহবার হোসেন বলেন, ব্যাঙ্গালুরুর নারায়ানা হৃদয়ালয় হাসপাতালে দেখিয়েছিলাম। ওপেন হার্ট সার্জারি হয়েছে। চিকিৎসার কাজ শেষ হয়েছে গত ২৪ মার্চ। আর খাওয়া-দাওয়ার অবস্থা খুবই করুণ। সব দোকান বন্ধ। ভাত-ডাল খেয়ে দিন কাটাচ্ছে প্রায় সব বাঙালি।

ফাহমিদা তৃপ্তি জানান, তার স্বামী নারায়ানা হৃদয়ালয় হাসপাতালে আছেন। সেখানে ওপেন হার্ট সার্জারি হওয়ার পর মার্চের ১২ তারিখে তাদের চিকিৎসা শেষ হয়েছে। কিন্তু ফিরতে পারছেন না।

বেক্সিমকো ফার্মেসির ফার্মাসিস্ট কামনাশীষ দাশ কিরন বলেন, ‘আমি নারায়ানা হৃদয়ালয় হাসপাতালে আমার বাচ্চার চিকিৎসার জন্য এসেছি। বাচ্চার ওপেন হার্ট সার্জারি হয়েছে। এখন চিকিৎসা শেষ। এখানে আগামী এপ্রিল ১৪ তারিখ পর্যন্ত লকডাউন করা হয়েছে। সবাই কার্যত এখন ঘরে বন্দি। দোকান, বাজার সব বন্ধ। হাজারের মতো বাংলাদেশি এখানে আটকে আছি। প্রায় সবার চিকিৎসা শেষ। যা টাকা নিয়ে এসেছিলাম তাও শেষ। এতো হোটেল ভাড়া দিয়ে এতদিন থাকা সম্ভব হবে না। তার ওপর খাবার কষ্ট তো আছেই। অজানা-অচেনা জায়গা। তাই আমাদের সবার নিবেদন, যাতে আমাদের দেশে ফেরার সু্যোগ করে দেয়া হয়।

ভারতে এসব আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার ব্যাপারে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ভারতে এখন লকডাউন চলছে। দুই দেশের মধ্যে স্বাভাবিক বিমান চলাচলও বন্ধ। স্থলবন্দরও বন্ধ। তাই আমরা ইচ্ছা করলেই এখন তাদের ফিরিয়ে আনতে পারছি না। তবে এ ব্যাপারে ভারতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনের সঙ্গে তাদের যোগাযোগের পরামর্শ দিচ্ছি। অবস্থা দেখে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

এইচএস/এমএসএইচ/এমকেএইচ