দেশজুড়ে

ইংল্যান্ডে করোনায় প্রাণ গেল বাংলাদেশির

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইংল্যান্ডে মো. জসিম উদ্দিন (৬২) নামে ফেনীর এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) রাত ৯টার দিকে ইংল্যান্ডের ম্যানচেষ্টার সিটির একটি হাসপাতালে তার মৃত্যু হয়। জসিম ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের মকু মিয়ার ছেলে।

Advertisement

জসিমের ভাতিজা বাবুল জানান, নিহত জসিম উদ্দিন দীর্ঘ ৩০ বছর যাবত ইতালি ও ইংল্যান্ডে সপরিবারে বসবাস করে আসছেন। গত ১১ মার্চ ইতালিতে থাকা অবস্থায় তিনি অসুস্থতা অনুভব করলে ইংল্যান্ডে পরিবারের নিকট চলে আসেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে করোনাভাইরাসের শনাক্ত হলে তিনি একটি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমীন ভূঞা জানান, দক্ষিণ শ্রীপুর এলাকার জসিম উদ্দিন ইংল্যান্ডে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে বাবুলের মাধ্যমে তিনি শুনেছেন।

রাশেদুল হাসান/আরএআর/এমকেএইচ

Advertisement