করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে সরকার ঘোষিত ছুটির কারণে আপাতত মোটরযানের ফিটনেস নবায়ন না করলেও চলবে। আগামী ৩০ জুন পর্যন্ত জরিমানা ছাড়াই নির্ধারিত ফি দিয়ে গাড়ির ফিটনেস নবায়ন করা যাবে। শনিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
Advertisement
করোনাভাইরাসের কারণে সরকার গত ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ সময়ে সবাইকে ঘরে অবস্থানের পরামর্শ দিয়েছ সরকার।
‘যানবাহনের ফিটনেস বিষয়ক জরুরি বার্তা’ শিরোনামে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা বলা হয়েছে, ‘করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিকালে যাদের যানবাহনের ফিটনেসের সময়সীমা অতিক্রান্ত হবে, তারা জরিমানা ছাড়া নির্ধারিত ফি জমা দিয়ে আগামী ৩০ জুন পর্যন্ত যানবাহনের ফিটনেস নবায়নের সুযোগ পাবেন।’
পরিবহন ও মহাসড়ক বিভাগ শনিবার এ সিদ্ধান্ত জানিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
Advertisement
আরএমএম/এমএফ/এমএস