করোনা মোকাবিলায় সরকারকে সহায়তা দিচ্ছেন ভারতের অনেক তারকা। তারমধ্যে বাহুবলী খ্যাত প্রভাস ৪ কোটি টাকা দিয়েছেন। আরও আছেন মহেশবাবু, আল্লুঅর্জুন, হৃত্বিক রোশনসহ অনেকেই।
Advertisement
এবার করোনায় মন্দ পরিস্থিতি মোকাবিলা করতে নিজের লোকসভা কেন্দ্র ঘাটালের বাসিন্দাদের জন্য ১ কোটি টাকা দিলেন সাংসদ দীপক অধিকারী অর্থাৎ নায়ক দেব। এই টাকা নিজের সাংসদ তহবিল থেকেই তিনি দিয়েছেন বলে জানা যাচ্ছে।
ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, ভাইরাসের হাত থেকে বাঁচতে সাধারণ মানুষের সুবিধার্থে ঘাটালের হসপিটালগুলিতে কোয়ারেন্টাইন সেন্টার / আইসোলেশন ওয়ার্ড নির্মাণের জন্য, পর্যাপ্ত চিকিৎসার জন্য এবং করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের জন্য সাংসদ তহবিল থেকে এক কোটি টাকা প্রদান করেছেন ঘাটালের মাননীয় সাংসদ শ্রী দীপক অধিকারী (দেব)।
এই খবর প্রকাশ হতেই ফেসবুক সাংসদ-অভিনেতা দেবের প্রশংসায় পঞ্চমুখ তার ভক্ত ও ঘাটাইলের নাগরিকরা।
Advertisement
প্রসঙ্গত, এই মুহূর্তে করোনার প্রকোপ ঠেকাতে সমস্ত মানুষের কাছে গৃহবন্দি থাকার আবেদন করছেন তারকারা। দেব নিজেও এই মুহূর্তে গৃহবন্দীই রয়েছেন। এমনকি করোনা নিয়ে মানুষকে সচেতন করতে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের তরফে 'হবুচন্দ্র রাজা, গবুচন্দ্র মন্ত্রী'র ধাঁচে একটি অ্যানিমেশন ভিডিও'র প্রকাশ করা হয়েছে।
এলএ/এমএবি/এমএস