লাইফস্টাইল

আতঙ্কের মাঝে বাজারে এলো করোনা বার্গার!

পছন্দের খাবারের মধ্যে বার্গার থাকে অনেকেরই। বিশেষ করে যারা ফাস্টফুড জাতীয় খাবার খেতে ভালোবাসেন। বিফ, চিকেন, ফিশ এমনকী ভেজিটেবল বার্গারও খাওয়া হয়েছে, তাই বলে করোনা বার্গার! নিশ্চয়ই ভাবছেন, আতঙ্কের এই সময়ে এ আবার কেমন রসিকতা! আপনি যতই অবাক হন না কেন, এখন ভিয়েতনামের রেস্তরাঁ কাঁপাচ্ছে করোনা বার্গার।

Advertisement

ওই রেস্তরাঁর রন্ধনশিল্পী হোয়াং টুং এবং তার সহযোগীরা এই ধরনের বার্গার তৈরিতে ব্যস্ত। তিনি বলেন, করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। মানসিকভাবে দুর্বল হয় পড়ছেন বহু মানুষ। তাদের মানসিকভাবে উজ্জীবিত করতেই এই উদ্যোগ। তাই আমরা বারবার প্রচার করছি যার ভয়ে কাঁপছেন, সেই শত্রুকে খেয়ে ফেলুন। তাই এই ধরনের বার্গার তৈরি করি

এবার নিশ্চয়ই ভাবছেন কেমন দেখতে এই বার্গার? এই ধরনের বার্গার দেখতে খানিকটা গোল। মূলত করোনা ভাইরাসের জীবাণুর রঙিন যে ছবি ভাইরাল হয়েছে, তেমনই দেখতে ওই বার্গার। বহু মানুষ এই ধরনের বার্গার খাচ্ছেন। দিনে গড়ে ৫০ টি বার্গার বিক্রি হচ্ছে।

ভিয়েতনামে থাবা বসিয়েছে এই ভাইরাস। ইতিমধ্যে অসুস্থ হয়েছেন অনেকেই। তবে এই মারণ ভাইরাসে প্রাণহানি হয়নি কারও। আপাতত প্রয়োজন ছাড়া কাউকেই বাড়ির বাইরে বের হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে। তাই বাড়ি বসে জমিয়ে চলছে করোনা বার্গার খাওয়া।

Advertisement

এইচএন/এমএস