রাজনীতি

জামায়াতের ভয়ে পালিয়ে ছিলেন এমপি লিটন

জামায়াত অধ্যুষিত এলাকায় নিরাপত্তাহীনতার কারণে এতদিন গা ঢাকা দিয়ে ছিলেন বলে জানিয়েছেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিশু সৌরভ গুলিবিদ্ধের ঘটনায় মামলার একমাত্র আসামি মঞ্জুরুল ইসলাম লিটন। সোমবার হাইকোর্টের নির্দেশে সশরীরে জামিন আবেদন করতে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।যদিও হাইকোর্ট তার জামিন আবেদন খারিজ করে দিয়ে আগামী ১৮ অক্টোবরের মধ্যে গাইবান্ধার বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। জামিন আবেদন নাকচ হওয়ার পর আইনজীবীর চেম্বারে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এমপি লিটন। এতদিন লোকচক্ষুর আড়ালে ছিলেন কেন জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, আমার দুটি লাইসেন্স করা অস্ত্র ছিল। পুলিশ তা জমা নিয়ে নেয়ার পর নিরাপত্তাহীনতায় ভুগছিলাম। কারণ আমার নির্বাচনী ওই এলাকা হলো জামায়াত অধ্যুষিত। তিনি আরো বলেন, জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষে চারজন পুলিশ নিহত হওয়ার ঘটনাও সবার জানা। আর আমাদের দলীয় (আওয়ামী লীগের) নেতা-কর্মীরা জামায়াত শিবিরের হাতে নিগৃহীত হয়েছে। এর আগে সুন্দরগঞ্জের শিশু সৌরভের দুই পায়ে গুলি করার দায়ে অভিযুক্ত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়। রোববার রাতে গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুস সামাদ লাইসেন্স বাতিলের বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, জনগণের নিরাপত্তার স্বার্থে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়। এর আগে শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার (এসপি) আশরাফুল ইসলাম এমপি লিটনের আগ্নেয়াস্ত্র প্রত্যাহারের প্রক্রিয়া গ্রহণের ঘোষণা দেন। জেলা প্রশাসক বলেন, এমপি লিটনের নিরাপত্তার লক্ষ্যে একটি পিস্তল ও একটি শর্টগান ব্যবহারের অনুমতি দেয়া হয়। তিনি বলেন, অহেতুক পিস্তল ও শর্টগানের গুলি ছুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির কারণে তার অস্ত্র প্রত্যাহার করা হবে।ওইদিন রাতেই এমপি লিটনের ব্যবহৃত একটি পিস্তল ও একটি শর্টগান লাইসেন্সসহ সুন্দরগঞ্জ থানায় জমা দেন তার স্ত্রী খুরশিদ জাহান স্মৃতির বড় ভাই তারিকুল ইসলাম। রোববার হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন মঞ্জুরুল ইসলাম লিটনের আইনজীবী। এরপর আদালতে তাকে সশরীরে জামিন আবেদন করার নির্দেশ দেন আদালত। আদালতে লিটন সশরীরে উপস্থিত হলে তার জামিন আবেদন খারিজ করে দিয়ে তাকে আগামী ১৮ অক্টোবরের মধ্যে গাইবান্ধার বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট।গত ২ অক্টোবর ভোরে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ এলাকায় এমপি লিটনের ছোড়া গুলিতে দুই পায়ে গুলিবিদ্ধ হয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহাদাত হোসেন সৌরভ (৮)। শিশুটি এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে চিকিৎসাধীন।  পরদিন আহত শিশু সৌরভের বাবা এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি। সোমবার আদালতের নির্দেশে তিনি হাইকোর্টে হাজির হন। এফএইচ/এসএইচএস/একে/পিআর

Advertisement