আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত ৯৭.৮ শতাংশ রোগীই সুস্থ হয়ে উঠবেন

বিশ্বের অন্তত ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এর আগে গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় এই ভাইরাস। বিশ্বজুড়ে এ পর্যন্ত অন্তত ৫ লাখ ৯০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ২৬ হাজার ৯৪৭ জন।

Advertisement

ইতালি, ফ্রান্স, যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে করোনা পরিস্থিতি ৷ প্রতিদিনিই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা ৷ তবে আশার কথা হলো, আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১ লাখ ৩২ হাজার মানুষ।

একটি সমীক্ষার উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন এক প্রতিবেদনে জানিয়েছে, ঘাবড়ানোর কিছু নেই। করোনায় সংক্রমিত হলে ৯৫.৬ শতাংশ সেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷

এখন পর্যন্ত ভারতে ৮৭৫ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে ৷ তবে ইতালি, ইরান, স্পেন, ফ্রান্স সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। মারা গেছে দেড় হাজারের বেশি।

Advertisement

চীনে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৩৯৪ জন আর সুস্থ হয়েছেন ৭৪ হাজার ৯৭১ জন। মারা গেছে ৩ হাজার ২৯৫ জন।

সেখানে ভারতে আক্রান্তের সংখ্যা ৮৭৪ জন, মৃত্যু হয়েছে ২০ জনের। ৭৩ জন মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এই তথ্যের ভিত্তিতেই সংবাদমাধ্যমটি বলছে, করোনাভাইরাসে আক্রান্ত হলেও ৯৭.৮ শতাংশ মানুষের সুস্থ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ৷

এসআর/এমএস

Advertisement