প্রাণঘাতী করোনাভাইরাসে দেশের গণপরিবহন বন্ধ থাকায় পরিবহন সংকটে ভুগছেন দেশের চিকিৎসকরা। এ অবস্থায় পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি উঠেছে চিকিৎসক মহলে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের কিছু গাড়ি বিভিন্ন রুটে শুধুমাত্র চিকিৎসকদের জন্য সাময়িক বরাদ্দের আহ্বান জানিয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালের (বারেডম) ভাসকুলার বিভাগের সহকারী অধ্যাপক ডা. এস এম জি সাকলায়েন রাসেল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। ফেসবুক পোস্টে সাকলায়েন রাসেল ‘একটি আবেদন’ শিরোনামে লিখেছন, ‘গণপরিবহন বন্ধ থাকায় অনেক চিকিৎসক হাসপাতালে যেতে নানামুখী সমস্যায় পড়ছেন... বেশিরভাগ চিকিৎসকের ব্যাক্তিগত গাড়ি নেই! এমতাবস্থায় যেকোনো ভার্সিটি এগিয়ে আসতে পারেন... ইতোমধ্যে বুয়েট, নর্থ সাউথ ইউনিভার্সিটিসহ অনেক ভার্সিটি বিভিন্নভাবে চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন। তাদের পরিবহন পুলের কিছু গাড়ি শুধুমাত্র চিকিৎসকদের জন্য বিভিন্নরুটে সাময়িক বরাদ্দ দিয়ে সংকটময় এ পরিস্থিতিতে চিকিৎসকদের পাশে দাঁড়ানোর জন্য আবেদন রাখছি।’
Advertisement
কেএইচ/এমএফ/এমএস