সৈয়দ আমানত আলী
Advertisement
রাজধানীর মোহাম্মদপুরের কলেজগেট এলাকায় একমাত্র আয়ান মেডিসিন কর্নার সামাজিক দূরত্ব নিশ্চিত করে ওষুধ বিক্রয় করছে। করোনাভাইরাসের কারণে সবাই নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে সরকার থেকে বলা হলেও মানছেন না অনেকে।
মোহাম্মদপুরের কলেজগেট এলাকায় প্রায় অর্ধশত ফার্মেসি রয়েছে। এখানে কেউই সামাজিক দূরত্ব বজায় থাকার জন্য সচেতন করছেন না। কলেজগেটের বিপরীতে শেরেবাংলা নগরে সরকারি ১০টি হাসপাতাল রয়েছে। হাসপাতালের রোগীদের জন্য ওষুধ কেনার জন্য সড়ক পার হয়ে এপারে এসে ওষুধ কেনেন রোগীর স্বজনেরা।
সরেজমিনে দেখা যায়, মোহাম্মদপুরের কলেজগেট এলাকায় সকল দোকান বন্ধ থাকলেও খোলা রয়েছে ওষুধের দোকান। এখানে প্রায় অর্ধশত ওষুধের দোকান খোলা থাকলেও নির্দিষ্ট দূরত্ব বজায় রাখছে না দোকানদাররা।
Advertisement
এ বিষয়ে জানতে চাইলে কলেজগেট এলাকার সামাজিক দূরত্ব বজায় রাখা আয়ান মেডিসন কর্নারের মালিক মো. সোহেল মিয়া জাগো নিউজকে বলেন, দেশে করোনাভাইরাস থেকে বাঁচতে সরকার ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি মুখে মাস্ক, হ্যান্ড গ্লোভস ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে বলা হয়েছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। তবে জীবন রক্ষাকরী ওষুধের জন্য আমাদের এখানে আসে আমি। এখানে করোনা থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রেখে ওষুধ বিক্রয় করছি। আমি সকলের উদ্দেশ্যে বলছি সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে ওষুধ বিক্রয় করুন।
বিএ