রাজনীতি

দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন বাতিলের দাবি বিএনপির

দলীয় প্রতীকে নির্বাচন করতে সরকার যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তা বাতিলের আহ্বান জানিয়েছে বিএনপি। সোমবার বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলটির মুখপাত্র ও আন্তর্জাতিক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।রাষ্ট্র ও সমাজে বিভাজন তৈরি করতেই সরকার এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে দাবি করে মন্ত্রীসভায় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার অধ্যাদেশ প্রকাশ না করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।রিপন বলেন, যখন বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল তখনও বিএনপি এভাবে নির্বাচন আয়োজন না করার আহ্বান জানিয়েছিল। কিন্তু সব দাবিকে উপেক্ষা করে এরকম সিদ্ধান্তে মহাদুরভিসন্ধি কাজ করছে বলে মনে করি।তিনি বলেন, বিএনপিকে নির্বাচন এবং রাজনীতি থেকে দূরে রাখতেই দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এভাবে একতরফা নির্বাচনের মাধ্যমে সরকার বিদেশিদের বুঝাতে চাইবে যে তাদের প্রতি জনসমর্থন রয়েছে।বিএনপির মূখপাত্র বলেন, দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হলে গণতান্ত্রিক সংকট থেকে উত্তরণ সম্ভব হবে না। জাতীয় ঐক্যের পথ থেকে সরে রাষ্ট্র-সমাজকে তারা আরো বিভাজিত করবেন। সরকারের এই সিদ্ধান্ততে মহা দুরভিসন্ধি আছে বলে বিএনপি মনে করে।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, সাবেক মহিলা সাংসদ শাম্মী আক্তার প্রমুখ।এমএম/একে/পিআর

Advertisement