দেশজুড়ে

খুলনায় ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের উদ্যোগ

খুলনায় ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করবে জেলা প্রশাসন। আর এ জন্য সিটি কর্পোরেশনকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।সোমবার সকালে খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় এ আহ্বান জানানো হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল।সভায় রুপসা রাস্তা সম্প্রসারণের জন্য অবৈধ কাঁচা বাজার উচ্ছেদে সিটি কর্পোরেশনকে জেলা প্রশাসনের সহায়তা প্রদান, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্পের আওতায় ১৮ মাইল থেকে কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি পর্যন্ত রাস্তাটি এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযুক্ত করার ক্ষেত্রে সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে এলজিইডি এবং পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ের নির্দেশনা দেয়া হয়। এছাড়া ডুমুরিয়ার বুড়িভদ্রা ও সালতা নদীর মোহনায় ২৯ নম্বর পোল্ডারের চাঁদগড় বাঁধের অভ্যন্তরস্থ জনসাধারণের দুর্দশা লাঘবে বন বিভাগ এবং পাউবোকে সমন্বয়ের নির্দেশ দেয়া হয়।স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং ইউএনওসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।আলমগীর হান্নান/এআরএ/পিআর

Advertisement