বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ রোধে চট্টগ্রামে নগর পুলিশের অনন্য উদ্যোগ নজর কেড়েছে দেশবাসীর। তবে শুধু নজর কাড়তেই তারা এমনটা করছেন না। বিদেশ প্রত্যাগত প্রবাসীরা যেমন পুলিশের সহায়তা পাচ্ছেন। তেমনি সেই সহায়তা থেকে বাদ যাচ্ছেন না সমাজের নিম্নবিত্তরাও। পুলিশ কর্মকর্তারা বলছেন, ‘সব বন্ধের কারণে এই শহরের একজন মানুষও না খেয়ে থাকবে না।”
Advertisement
করোনাভাইরাস মোকাবিলায় দেশব্যাপী ১০ দিনের ছুটি শুরুর প্রথমদিন থেকে ঘরবন্দি মানুষদের সহায়তায় এগিয়ে এসেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। নগরের বিভিন্ন এলাকায় হোম কোয়ারেন্টাইনে আছেন এমন পরিবারের বাসায় বাজার পৌঁছে দিয়ে সহায়তা করছেন তারা। এ ছাড়া সমাজের নিম্নবিত্ত মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়েছেন বিভিন্ন থানার পুলিশ কর্তারা।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জাগো নিউজকে বলেন, ‘ঘরে থাকতে নগরবাসীকে অনুরোধ করেছিলাম। তারা অনুরোধ রেখেছেন। কোতোয়ালী থানা এলাকার গরিব-বড়লোক সবার পাশে আমরা আছি যে কোনো প্রয়োজনে। অনেকেই সহায়তা চেয়ে ফোন করছেন থানায়। আমরা আমাদের সাধ্যমতো সহায়তা দিয়ে যাচ্ছি। কথা দিয়েছিলাম প্রয়োজনে ঘরের বাজারও আমরা দিয়ে আসব। সেই কথাও রেখেছি।’
পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, ‘আমরা ঘোষণা দিয়েছি যদি কারও জরুরি জিনিসপত্র বা ওষুধ প্রয়োজন হয় তারা চাইলে পুলিশের সহযোগিতা নিতে পারে। সকালে পতেঙ্গা মাইজপাড়া এলাকার ফাতেমা নামে এক গরিব বৃদ্ধা ফোন করে ওষুধ ও চালের জন্য বলেছিলেন। পুলিশ সদস্যরা সকালে গিয়ে তা পৌঁছে দিয়েছেন।’
Advertisement
ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘আজ আন্দরকিল্লা রাজাপুকুর লেইন এলাকা থেকে আফসানা পারভীন (৪০) নামে এক গৃহবধূর সহায়তা চাইলে টিম কোতোয়ালী বাজার পৌঁছে দিয়েছে তার বাসাতেই। ইনশাআল্লাহ একটা লোকও অভুক্ত থাকবে না।’
পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া জানান, পুলিশ সদস্যরা বৃহস্পতিবার এক রোগীকে নিজেদের তত্ত্বাবধানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পৌঁছে দিয়েছেন। তাদের যেকোনো জরুরি প্রয়োজনের পুলিশকে জানাতে বলা হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার কোতোয়ালী থানা পুলিশ নগরের মিরিন্ডা লেনের মিসেস রেবেকা সুলতানা (৩০) নামে এক নারীকে বাজার সদাই করে দেয়। মিসেস রেবেকা সুলতানার স্বামী আজাহারুল ইসলাম (৩৭) একজন ক্যাপ্টেন। তিনি সম্প্রতি জাহাজ থেকে বাসায় ফিরলেও করোনাভাইরাসের ঝুঁকি থাকায় সেলফ কোয়ারেন্টাইনে আছেন। এ ঘটনা তুলে ধরে ‘মাইকিং শুনে থানায় ফোন, ৩০ মিনিটেই বাজার নিয়ে হাজির পুলিশ!’ শিরোনামে জাগোনিউজে সংবাদ প্রকাশ হয়।
জেডএ/জেআইএম
Advertisement