এই মুহূর্তে সারা বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি করোনা থেকে বাঁচার ওষুধ। প্রাণঘাতী এই ভাইরাস থেকে বাঁচতে সারা দুনিয়ার বিজ্ঞানী ও গবেষকরা দিনরাত এক করে দিচ্ছেন করোনার ভ্যাকসিন ও ওষুধের জন্য। সবাই তাকিয়ে আছে কবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা দেবে যে করোনা থেকে বাঁচার ওষুধ পাওয়া গেছে।
Advertisement
তার আগে বলিউড সুন্দরী সুস্মিতা দিলেন সেই ঘোষণা। তিনি ইনস্টাগ্রামে এক পোস্টে জানালেন করোনা থেকে বাঁচতে কি করতে হবে।
'বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। বাড়িতে থেকে রুখে দিন করোনা ভাইরাসকে। বাড়ির মধ্যে থাকাই আপাতত করোনা ভাইরাসের ওষুধ'- নিজের সোশ্যাল হ্যান্ডেলে ভক্তদের এমনই বার্তা দেন বলিউডের বাঙালি অভিনেত্রী।
প্রাক্তন বিশ্ব সুন্দরী বলেন, 'বর্তমানে কারো শরীর যেভাবেই খারাপই হোক না কেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না। চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই ওষুধ খান। না হলে বিপদে পড়তে পারেন।'
Advertisement
করোনাকে রুখতে ভারতজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর থেকে একে একে বলিউড তারকারা নানারকম পোস্ট আর ভিডিওবার্তার মাধ্যমে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন। সে তালিকায় সর্বশেষ যোগ দিলেন সুস্মিতা সেন।
এলএ/এমএবি/জেআইএম