দেশজুড়ে

মসজিদের মাইকে গুজব ছড়ানোয় মোয়াজ্জিনকে জরিমানা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মসজিদের মাইক ব্যবহার করে গুজব ছড়ানোর অভিযোগে সবরাতু ইসলাম (৭৫) নামে এক মোয়াজ্জিনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদুল হক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে পাঁচশ টাকা জরিমানা করেন।

Advertisement

সবরাতু ইসলামের বাড়ি ওই উপজেলার তিরনইহাট ইউনিয়নের প্রধানপাড়া এলাকায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) গভীর রাতে উপজেলার তিরনইহাট ইউনিয়নের প্রধানপাড়া জামে মসজিদের মোয়াজ্জিন সবরাতু ইসলাম মসজিদের মাইকে গুজব ছড়ান। তিনি অন্যের গুজবে কান দিয়ে মাইকে ঘোষণা করেন যে, ‘লং, আদা, গোলমরিচ ও কালোজিরা খেলে করোনা হবে না। তাই সবাই যেন এসব খান।’

মসজিদের মাইকে এ কথা শুনে স্থানীয় অনেকে মাঝরাতেই লং, আদা, গোলমরিচ ও কালোজিরা খেতে শুরু করেন। বিষয়টি স্থানীয়রা প্রশাসনকে অবহিত করলে শুক্রবার দুপুরে তাকে তীরনইহাট ইউনিয়ন পরিষদে হাজির করা হয়। এ সময় তিনি তার ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেন। পরে তাকে জরিমানা করে সতর্ক করা হয়।

Advertisement

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে লং, আদা, গোলমরিচ ও কালোজিরা খেলে করোনা হবে না- এমন গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে।।

সফিকুল আলম/আরএআর/পিআর